ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত হলো এস এ গেমসের পদক লড়াই, ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণ

প্রকাশিত: ০৯:৫৮, ১২ নভেম্বর ২০১৯

চূড়ান্ত হলো এস এ গেমসের পদক লড়াই, ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ চূড়ান্ত হলো ১৩তম এসএ গেমসের রূপরেখা। ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণের জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেট। রৌপ্য-ব্রোঞ্জ মিলে পদক সংখ্যা ১ হাজার ১৩৫। দক্ষিণ এশিয়ায় সেরা হবার লড়াইয়ে ৬ দেশ থেকে কাঠমান্ডু-পোখারায় যাবেন আড়াই হাজারের বেশি অ্যাথলেট-কর্মকর্তা। সেখানে থাকবে নেপালের ৬৪৮ জন। দক্ষিণ এশিয়ার বৃহৎ এই ভারত ১০ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না। ফলে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। যতটা না আলোচনায় ছিল গেমস কিংবা ডিসিপ্লিন তার চেয়েও বেশি আলোচনা হয়েছে পয়লা ডিসেম্বর শুরু হওয়া নিয়ে। এর কারণও ছিল। সূচি পরিবর্তনের ধারায় মার্চ থেকে ডিসেম্বরে পেছায় গেমস। মাঝে নেপাল অলিম্পিক কমিটির নির্বাচন নিয়ে দেখা দেয় সঙ্কট! আদালতের রায়ে সে নির্বাচনও হয়েছে। শেষ দিকে প্রকট হয়েছে অবকাঠামোগত দুর্বলতা। সে শঙ্কা এখনও আছে। তবে, কাঠমান্ডুতে ৭ দেশের শেফ দ্য মিশনকে নেপালের ক্রীড়া মন্ত্রণালয় আশস্ত করেছে পয়লা ডিসেম্বরের আগে প্রস্তুত ভেন্যু উপহার দেবেন। সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হয়েছে ১৩তম এসএ গেমসের রূপরেখা। ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণের জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেট। রৌপ্য-ব্রোঞ্জ মিলে পদক সংখ্যা ১ হাজার ১৩৫। সবচেয়ে বেশি স্বর্ণ সাঁতারে ৩৮টি। অ্যাথলেটিক্স ৩৬, তায়কোয়ান্দো ২৯, উশুতে ২২ স্বর্ণ। ভারোত্তলন, শ্যুটিং, কুস্তিতে থাকছে ২০ স্বর্ণের হাতছানি। দক্ষিণ এশিয়ায় সেরা হবার লড়াইয়ে ৬ দেশ থেকে কাঠমান্ডু-পোখারায় যাবেন আড়াই হাজারের বেশি অ্যাথলেট-কর্মকর্তা। সেখানে থাকবেন স্বাগতিক দলের আরও ৬৪৮ জন। এসএ গেমসে সবচেয়ে বড় বহর নেপালের। ৬২২ জন নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা, ৫৯১ জন যাবেন বাংলাদেশ থেকে। গেমসের সবকটি আসরে শ্রেষ্ঠত্ব দেখানো ভারত যাবে চতুর্থ সর্বোচ্চ ৪৬১ জন নিয়ে। দক্ষিণ এশিয়ার বৃহৎ এই দেশ এবার অবশ্য ১০ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না। ক্রিকেট, কাবাডি, আর্চ্যারি, কুস্তি, গলফ, কারাতে, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, প্যারাগ্লাইডিংয়ে থাকছে না ভারত। বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টিতে। প্যারাগ্লাইডিং ও ট্রায়াথলনে থাকছে না লাল-সবুজরা। দুই বছরের বিরতি দিয়ে গেমস আয়োজনের পুরনো নিয়ম এখন থেকে কঠোরভাবে মানতে চায় সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। পরবর্তী আসর হতে পারে পাকিস্তানে। তারা ব্যর্থ হলে আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
×