ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতের কাছ থেকে ৫৯১ কোটি টাকা পাচ্ছে পাকিস্তান!

প্রকাশিত: ০৫:৩৯, ১২ আগস্ট ২০১৮

 ভারতের কাছ থেকে ৫৯১ কোটি টাকা পাচ্ছে পাকিস্তান!

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিপক্ষীয় সিরিজ না খেলার কারণে ভারতের কাছে বিভিন্ন সময়ে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আসছিল পাকিস্তান। উপায়ান্তর না দেখে আইনী লড়াইয়ে নামে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। পিসিবি ঠিকই মামলা ঠুকে দিয়েছে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) বিপক্ষে। আর সেই মামলাতেই জয়ের অনেকটাই কাছে চলে এসেছে তারা। শেষ পর্যন্ত জিতে গেলে বিসিসিআইয়ের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার (বাংলাদেশী অর্থ মূল্যে ৫৯১ কোটি টাকা) পাবে পিসিবি। ঘটনার শুরু ২০১৪ সালে। সে সময় দুই বোর্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ৬টি সিরিজ খেলার কথা ছিল দুইদেশের। তবে চুক্তি হওয়ার পর থেকে একটি সিরিজও মাঠে গড়ায়নি। সিরিজ না হওয়া নিয়ে আইসিসির রেগুলেশন কমিটিতে একাধিকবার আলোচনা হয় দুইপক্ষের। তবে কোন সুরাহা না হওয়ায় মামলা ঠুকে দেয় পিসিবি। পাকিস্তান বোর্ডের করা এই মামলায় নিজেদের পক্ষে তেমন শক্ত কোন যুক্তি দেখাতে পারেনি ভারত। যেহেতু তারা আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলছে তাই সরকারী নিষেধাজ্ঞা বা রাজনৈতিক কারণও ধোপে টিকছে না।
×