ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়িয়েছে খুলনা # মুস্তাফিজের ৪ উইকেট, মেহেদির শতক

প্রকাশিত: ০১:৪০, ১৮ অক্টোবর ২০১৫

ঘুরে দাঁড়িয়েছে খুলনা  # মুস্তাফিজের ৪ উইকেট, মেহেদির শতক

অনলাইন ডেস্ক ॥ প্রথম দিনের হতাশা মুছে দ্বিতীয় দিনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে খুলনা বিভাগ। মুস্তাফিজুর রহমানের বোলিং ও মেহেদি হাসানের ব্যাটিং নৈপুণ্যে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের লাগাম নিয়েছে খুলনা। প্রথম দিনে ১১৭ রানে গুটিয়ে যাওয়া খুলনা রোববার ঢাকা বিভাগকে অলআউট করে ১৫৪ রানে। জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৪ উইকেট। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩টি। প্রথম ইনিংসে ৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা ৪ উইকেটে ২০৫ রানে। ৬ উইকেট হাতে নিয়ে তাদের লিড ১৬৮ রানের। ব্যাটিংয়ে খুলনার এই ঘুরে দাঁড়ানোর নায়ক মেহেদি হাসান। চ্যালেঞ্জিং উইকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে দারুণ এক শতক উপহার দিয়েছেন এই তরুণ ওপেনার। সংক্ষিপ্ত স্কোর: খুলনা ১ম ইনিংস: ১১৭ ঢাকা ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ১৫৪ (জয়রাজ ৬৫, মায়শুকুর ১২, নাদিফ ১২, সগির ১৮, মোশাররফ ১৭, শরীফ ১, মাসুম ৬, মানিক ২*; মুস্তাফিজ ২০.৪-৭-৪৬-৪, জিয়াউর ৯-৩-২৬-২, মিরাজ ১০-৫-১৮-১, রাজ্জাক ১৮-১২-৬০-৩)। খুলনা দ্বিতীয় ইনিংস: ৫৬ ওভারে ২০৫/৪ (ইমরুল ৪, মেহেদি ১০৪, এনামুল ৬১*, তুষার ২, অমিত ০, নুরুল ৩৪*; মানিক ৫-০-৩৯-১, শরিফ ১০-৫-৩৪-০, মাসুম ২১-২-৬৪-২, মোশাররফ ১৮-১-৫৭-১, জয়রাজ ২-০-১১-০)।
×