ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মোহামেডানের ‘দুই হালি’ গোল ব্রাদার্সের জালে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৮, ২১ এপ্রিল ২০২৪

মোহামেডানের ‘দুই হালি’ গোল ব্রাদার্সের জালে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সতীর্থদের সঙ্গে মোহামেডানের সুলেমান দিয়াবাতে (জার্সি-১০)

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে পয়েন্ট টেবিলের এক নম্বর দল নয়, অথচ একমাত্র অপরাজিত দল যখন পয়েন্ট টেবিলের তলানির দলের মুখোমুখি হয়, তখন সহজেই অনুমেয় ম্যাচের ফল কি হতে পারে। শুধু জানার বাকি ছিল অপরাজিত দলটি কত গোলের ব্যবধানে জিতবে? উত্তর হচ্ছে- ‘দুই হালি’ গোলের ব্যবধানে!

হ্যাঁ, শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়কে ৮-০ গোলে শোচনীয়ভাবে বিধ্বস্ত করে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান। দলীয় অধিনায়ক সুলেমান দিয়াবাতে একাই করেন হ্যাটট্রিকসহ ৫ গোল। একইদিনে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
লিগে প্রথম পর্বেও গোপীবাগের দল ব্রাদার্সকে বড় ব্যবধানে হারিয়েছিল মোহামেডান (৫-১)। শনি বার ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে বলতে গেলে ব্রাদার্সের বিরুদ্ধে একতরফাই খেলেছে মোহামেডান। ফলে অসহায় আত্মসমর্পণ করেছে ব্রাদার্স। ম্যাচে হালি দুয়েক গোল করলেও প্রথম গোলের জন্য মোহামেডানকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে ছোট বক্সে বল পাঠান মুজাফফারভ। বল পেয়ে চমৎকার বল জালে পাঠান শাহরিয়ার ইমন (১-০)।

এগিয়ে যায় মতিঝিলের ক্লাব মতিঝিল। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। বা প্রান্ত থেকে বক্সে বল পাঠান ইমানুয়েল, পোস্টের কাছ থেকে বল পেরেয় ফিনিশ করেন দলনায়ক এবং মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে (২-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মিনিটে) মুজাফফারভের অ্যাসিস্ট থেকে আবারও লক্ষ্যভেদ করেন দিয়াবাতে (৩-০)। ৬৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে জাফর ইকবালের ক্রসে বক্সে বল পেয়ে হেডে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে (৪-০)। চলমান লিগে এটা তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা।
৭২ মিনিটে বা পোস্টের কাছ থেকে আবারও ব্রাদার্সের জালে বল পাঠান দিয়াবাতে (৫-০)। ৭৫ মিনিটে জাফর ইকবালের পাসে গোল করেন ফরোয়ার্ড জুয়েল মিয়া (৬-০)। ৮৭ মিনিটে কর্নার থেকে উড়ন্ত বলে হেডে করে গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি (৭-০)। ৮৯ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াবাতে (৮-০)।

১২ ম্যাচে এটা মোহামেডানের সপ্তম জয়। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আগের মতোই দুইয়ে আছে তারা। সমান ম্যাচে এটা ব্রাদার্সের নবম হার। ৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তলানিতে আছে তারা। রেলিগেশনের শঙ্কা আরও গাঢ় হলো তাদের।  
রাজশাহীর ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ঘাম ঝড়ানো জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বসুন্ধরার মিগেল দামাসেনো।

ডরিয়েলটন গোমেজের বাড়িয়ে দেওয়া বল দারুণ শটে ফর্টিসের জালে পাঠান মিগেল (১-০)। প্রথম লেগেও ফর্টিসকে হারিয়েছিল কিংস (৩-১ গোলে)। ১২ ম্যাচে এটা কিংসের দশম জয়। ৩১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে তারা। সমান ম্যাচে এটা ফর্টিসের পঞ্চম হার। ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। 
মুন্সীগঞ্জের ম্যাচে নাইজেরিয়ান ফরোয়ার্ড পল সেনের গোলে ম্যাচের ১৫ মিনিটে লিড নেয় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়হান হাসান (২-০)। ৫৭ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। বুয়েটাংয়ের স্পট কিক আশ্রয় নেয় চট্টগ্রাম আবাহনীর জালে (২-১)। প্রথম পর্বে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল।  
১২ ম্যাচে এটা চট্টগ্রাম আবাহনীর তৃতীয় জয়। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে সাতে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা রহমতগঞ্জের চতুর্থ হার। ১০ পয়েন্ট নিয়ে তারাও আছে বেশ নাজুক অবস্থানে (নবম)।

×