ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চুলের চেয়ে হাজার গুণ সূক্ষ্ম হলোগ্রাম

প্রকাশিত: ০৪:১২, ১৭ জুন ২০১৭

চুলের চেয়ে হাজার গুণ সূক্ষ্ম হলোগ্রাম

চুলের চেয়ে হাজার গুণ বেশি সূক্ষ্ম হলোগ্রাম উদ্ভাবিত হয়েছে। ফলে স্মার্ট ফোন, কম্পিউটার ও টিভির মতো দৈনন্দিনের ব্যবহৃত ইলেকট্রনিক সরঞ্জামে থ্রিডি হলোগ্রাফির সংযুক্তির পথ সুগম হয়েছে। ইন্টারএ্যাকটিভ থ্রিডি হলোগ্রাম কল্পবিজ্ঞানের একটা প্রধান বিষয়। স্টারওয়ার্স থেকে আভাতার পর্যন্ত সমস্ত কল্প বিজ্ঞান কাহিনীতেই এর অস্তিত্ব আছে। কিন্তু সেগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টায় নিয়োজিত বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে এমন সূক্ষ্ম হলোগ্রাম তৈরি করা যা আধুনিক ইলেক্ট্রনিক্সে ব্যবহৃত হতে পারে। এখন তেমনই সূক্ষ্ম হলোগ্রাম বানিয়েছেন একটি অস্ট্রেলীয় চৈনিক গবেষক দল। দলের নেতৃত্ব দেন আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মিন গু। দলটি এমন এক ন্যানো হলোগ্রাম বের করেছে যা বানানো সহজ, থ্রিডি গগলস্্ ছাড়াই দেখা যায় এবং মানুষের মাথার চুলের চেয়ে হাজার গুণ বেশি সূক্ষ্ম। মিন গু বলেন, ‘প্রচলিত কম্পিউটারে তৈরি হলোগ্রামগুলো এতই বড় যে সেগুলো ইলেক্ট্রনিক সরঞ্জামে ব্যবহার উপযোগী নয়। কিন্তু আমাদের ন্যানো হলোগ্রাম সহজ ও দ্রুতগতির প্রত্যক্ষ লেসার রাইটিং ব্যবস্থায়ও তৈরি করা যেতে পারে যার ফলে সেগুলো ব্যাপক পরিসরে উৎপাদন ও ব্যবহার উপযোগী।’ তিনি বলেন, প্রত্যাহিক ইলেকট্রনিক সরঞ্জামে হলোগ্রাফি সংযুক্তির ফলে স্ক্রিনের আকার-আয়তন অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। একটি থ্রিডি হলোগ্রামে বিপুল পরিমাণ তথ্য প্রদর্শন করা যাবে যা একটা ফোন বা ঘড়িতে ধারণ করা যায় না। মেডিক্যাল ডায়াগনস্টিক থেকে শিক্ষা, ড্যাটা স্টোরেজ, প্রতিরক্ষা ও সাইবার সিকিউরিটিতে ব্যবহারযোগ্য এই থ্রিডি হলোগ্রাফি নানা ধরনের শিল্পকে রূপান্তরিত করার ক্ষমতা ও সামর্থ্য ধারণ করে আছে এবং বিজ্ঞানী দলটির এই গবেষণার মধ্য দিয়ে সেই বিপ্লব আরও গুরুত্বপূর্ণ এক ধাপ কাছে চলে এসেছে। এই গবেষণার পরবর্তী ধাপ হবে এমন সূক্ষ্ম অথচ শক্ত ফিল্ম তৈরি করা যা থ্রিডি হলোগ্রাফিক দৃশ্য প্রদর্শনের জন্য এলসিডি স্ক্রিনে যুক্ত করা যাবে। সূত্র ॥ সায়েন্স ডেইলি
×