ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

প্রকাশিত: ২০:৫৩, ৭ জানুয়ারি ২০২৪

২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট।

জানা যায়, এই আসনটিতে মোট কেন্দ্র ১০৮টি। এখানে আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। 

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। আসনটিতে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৯১ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×