ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, পরিবেশ থমথমে 

প্রকাশিত: ১২:৫৮, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৩:৪২, ৯ ডিসেম্বর ২০২২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, পরিবেশ থমথমে 

নয়াপল্টন।

ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। 

ওই এলাকার যত অলিগলি আছে, সেখানে চলাচলও বন্ধ করে দিয়েছে তারা। পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় মানুষের চলাচলও কম। যাদের বাসা সেখানে, শুধু তাদের কেউ কেউ চলাচল করছেন। আর বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে।

নয়াপল্টন এলাকার মূল রাস্তা থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই তা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

×