ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাচিপের সমাবেশ ও মানববন্ধন

ভাস্কর্য নিয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান

প্রকাশিত: ১৮:৫২, ৩ ডিসেম্বর ২০২০

ভাস্কর্য নিয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে উগ্র মৌলবাদীদের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। কর্মসূচি থেকে মৌলবাদী এ গোষ্টির বিরুদ্ধে রাষ্ট্দ্রোহিতার অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন চিকিৎসক নেতারা। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সলান, সঞ্চালনা করেন মহাসচিব অধ্যাপক ডাঃ এম. এ. আজিজ। সমাবেশে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়য়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসক সমাজের নেতারা এই উগ্র মৌলবাদী ধর্মাদ্ধ গোষ্ঠীর দ্বারা জনমনে বিভ্রান্তি তীব্র নিন্দা জানান। বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাঙ্কর্য নির্মাণ বাংলাদেশের জন্য সর্বোচ্চ মর্যাদার এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ সম্পর্কে কোন ধরনের কটুক্তি করা ও বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। দেশের এই উগ্র মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠীর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দেয়ার কথা রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ। এবং এটা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে অস্বীকার করা। নেতৃবৃন্দ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও জাতির জনক বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ এক ও অবিচ্ছেদ্য। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদেরকে অস্বীকার করে তৎকালীন সময়ে উগ্র মৌলবাদী গােষ্ঠী দেশকে এক অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দিয়েছিলো, ঠিক একই ভাবে আজও দেশের সকল গণতান্ত্রিক ধারা অমান্য করে বঙ্গবন্ধুকে ও তাঁর ভাস্কর্য নিয়ে সংকট তৈরি করে এই মৌলবাদী ড়োষ্ঠী আবারো দেশকে অনিশ্চিয়তার মধ্যে ফেলার ষড়যন্ত্র করছে। নেতারা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কার্যকালাপ ও উগ্র মৌলবাদীদের বিরুদ্ধ দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে কটুক্তি করার অপরাধে রাষ্ট্দ্রোহিতার অভিযােগ এনে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।"
×