ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ব্রিজের মুখ বন্ধ করে সড়ক ॥ জলাবদ্ধতা

প্রকাশিত: ২০:১০, ২১ সেপ্টেম্বর ২০২০

সান্তাহারে ব্রিজের মুখ বন্ধ করে সড়ক ॥ জলাবদ্ধতা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২০ সেপ্টেম্বর ॥ সান্তাহার-নাটোর-নওগাঁ বাইপাস সড়কের সান্তাহারের মালশন গ্রামের কাছে খিড়কিতলা নামক স্থানে নতুন করে নির্মাণ করা হয়েছে ব্রিজ। মালশন-শিমুলিয়ার বিশাল মাঠের পানি সহজে নিষ্কাশনের জন্য সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রিজটি নির্মাণ করে। এ সময় কর্তৃপক্ষ সড়কের পশ্চিম পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে। প্রায় এক বছর পূর্বে চলাচলের জন্য নতুন ব্রিজ চালু করা হলেও কর্তৃপক্ষ বিকল্প সড়ক অপসারণ করে নেয়নি। ফলে ব্রিজ করা না করা সমান হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতায় ডুবছে আমন ধানের খেত। এতে করে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। বর্তমানে ওই বিকল্প সড়কটিতে সুযোগ সন্ধানী এক ব্যক্তি কলা চাষ করছেন। সড়ক বাঁধ অপসারণ করতে বলায় ওই ব্যক্তির সঙ্গে ধানচাষীদের বিরোধ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে পক্ষ-বিপক্ষ। তাদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। যে কোন সময় সংঘর্ষ বাধতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময় পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে ওই বাইপাস সড়ক নির্মাণ করা হয়। বর্তমান সরকার আমলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টিতে নানা অসঙ্গতি দেখা দেয়। বিশেষ করে বিশাল বিশাল ফসলের মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা অন্যতম। এর প্রেক্ষিতে এই পয়েন্টের এক কিলোমিটারের মধ্যে নতুন করে দুইটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ দুইটি নির্মাণের সময় চলাচল ব্যবস্থা সচল রাখতে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। কাজ শেষে মালশন স্কুলের সামনের ব্রিজের বিকল্প সড়ক অপসারণ করা হলেও খিড়কিতলার বিকল্প সড়ক অপসারণ করা হয়নি। মালশন গ্রামের ধান চাষী শহিদ মোল্লা, রোস্তম মোল্লা, মিলাদুননবী মুনমুন, শামসুল হক, শান্ত প্রামাণিকসহ অনেক কৃষক অভিযোগ করে বলেন, ব্রিজ সংলগ্ন জমির মালিক কালাম শাহর সঙ্গে যোগসাজশ করে বিকল্প ব্রিজ অপসারণ না করে চলে যায় সওজ নিয়োজিত ঠিকাদার। এর কারণ জানতে চাইলে সেসময় ঠিকাদার বলেন, কালাম শাহ নিজ খরচে তার নিচু জমিতে বিকল্প সড়কের মাটি নিয়ে গেলে আর কোন সমস্যা হবে না। কিন্তু সমস্যা দূর হয়নি, বরং বেড়েছে। এ বিষয়ে রবিবার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে অভিযোগ পেয়েছি।
×