ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে পিটিয়ে শরীরে গরম পানি ঢেলে ও মরিচের গুঁড়া ছিটিয়ে সৎ মাকে হত্যা

প্রকাশিত: ২১:৫৫, ৬ জুলাই ২০২০

গোপালগঞ্জে পিটিয়ে শরীরে গরম পানি ঢেলে ও মরিচের গুঁড়া ছিটিয়ে সৎ মাকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ জুলাই ॥ গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে, শরীরে গরম পানি ঢেলে ও শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে সৎমা কুলসুম বেগমকে (৬০) নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় কুলসুম বেগম মারা যান। তিনি রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় রাতেই কোটালীপাড়া থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করে কুলসুম বেগমের ভাই স্কুল শিক্ষক কালাম ফকির জানান, সৎ ছেলেদের সঙ্গে জমিজমা নিয়ে কুলসুমের বিরোধ চলে আসছিল। কুলসুমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য শনিবার সকালে সৎ ছেলে আলাউদ্দিন সিকদার, তার স্ত্রী রোকেয়া বেগম, তার মেয়ে লিমা সিকদার ও আলাউদ্দিনের ভাই রিপন সিকদার তার ওপর হামলা করে। তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে গায়ে গরম পানি ঢেলে ও শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।
×