ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২১:০৮, ২ জুলাই ২০২০

কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১ জুলাই ॥ নতুন কোন কর আরোপ ছাড়া কলাপাড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের ৫২ কোটি ৬৯ লাখ ছিয়াত্তর হাজার সাত শ’ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হযেছে। বুধবার দুপুর একটায় পৌরসভা মিলনায়তনে এ বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে চার কোটি ৩৮ লাখ এক হাজার টাকা। উন্নয়নমূলক কাজের জন্য সম্ভাব্য সরকারী বরাদ্দ রাখা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাত থেকে বরাদ্দ রাখা হয়েছে এক কোটি ৬০ লাখ টাকা। বাজেটে এডিবি খাতে পাঁচ কোটি টাকা, নগর অবকাঠামো প্রকল্প খাত থেকে ১২ কোটি টাকা, কুয়েত প্রকল্প নগর উন্নয়ন খাত থেকে চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে ব্যয়-বরাদ্দ ধরা হয়েছে ৫০ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকা। বাজেটে রাজস্ব খাতে সমাপনী স্থিতি রাখা হয়েছে এক কোটি ছিয়াত্তর লাখ ১৬ হাজার টাকা। ২০১৯-২০ অর্থ বছরে সংশোধিত বাজেটে অনুমোদিত ১৭ কোটি চৌষট্টি লাখ ১০ হাজার টাকা।
×