ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের সর্বনাশ

প্রকাশিত: ১৯:৩৭, ১১ মে ২০২০

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের সর্বনাশ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ মে ॥ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে বর্গা নিয়ে আবাদ করা দু’বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, দরিদ্র দিনমজুর কৃষক আলীপুর গ্রামের মরহুম আকবার আলীর ছেলে রমজান আলীর বর্গা নেয়া দুবিঘা জমির পাকা ধান কেটে মাছ মারা বিলের মাঠে জড়ো করে রেখেছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ওই জড়ো করা ধানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও না পারলে তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কৃষক রমজান আলীর দুবিঘা জমিতে প্রায় ৫৮ মণ ধান হতো যার আনুমানিকমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ধান পুড়ে যাওয়ায় বর্তমান তার করুন অবস্থা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে তাকে আউশ ধানের জন্য বীজ দিয়ে তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে। কৃষক রমজান আলী বলেন, দুবিঘা জমি বর্গা নিয়ে চাষ করি। এই ধান টুকুই আমার শেষ সম্বল ছিল। এই ধান বিক্রি করে আমি কিছু পাওনাদারদের টাকা দেব আর খাওয়ার জন্য রাখব বলে ভেবেছিলাম। কিন্তু এই ধান পুড়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।
×