ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৪৯, ১৩ এপ্রিল ২০২০

  গাইবান্ধায় সাবেক ইউপি  চেয়ারম্যানকে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ সাঘাটা উপজেলায় রবিবার সকালে সালিশী বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে একটি পক্ষ। মৃত আব্দুল হামিদ মোল্লা সাঘাটার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার পুত্র। জানা গেছে, সাঘাটা বাজারে ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন পুত্রের মধ্যে পারিবারিক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। মেঝো ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নিষ্পত্তিতে বৈঠক উপস্থিত হন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল ও নিলমণি সাহা মধ্যস্থতাকারী হামিদ মোল্লাকে পিটিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এ সময় ঘটনাস্থলেই হামিদ মোল্লার মৃত্যু হয়। এ সময় দু’ভাই শ্যামল ও নিলমণি সাহাকে পুলিশ আটক করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘিতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, আদমদীঘিতে পুকুরের পাড় বাঁধাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জের ধরে রবিউল ইসলাম মিঠু (৪৮) নামের এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার অন্তাহার গ্রামে। জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে তার নিজস্ব পুকুরের পাড় বাঁধার কাজ করছিল। এ সময় প্রতিবেশী নূর ইসলাম ফুন্নী ও তার ভাতিজা জামিল হোসেন এবং তাদের পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে কলহ বাধে। এক পর্যায়ে রবিউল ইসলাম মিঠুর প্রতিপক্ষ নূর ইসলাম ফুন্নী ও তার ভাতিজা জামিল হোসেন সহ পরিবারের অন্যান্যরা জোটবদ্ধ হয়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে এলোপাতাড়িভাবে পিটাতে থাকে। এতে মিঠু ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ॥ ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক(২৮) খুন হয়েছে। শনিবার গভীররাতে বগুড়া বাইপাস সড়কের তিনমাথা রেলক্রসিং এর নিকটবর্তী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বগুড়া সদর থানা পুলিশ মহাসড়কের পার্শ্বে একটি ডায়গনস্টিক সেন্টারের সামনে ওই যুবককে পড়ে থাকার খবর পেয়ে রাত ৩টার দিকে সেখানে যায়। মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা দুর্বত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
×