ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফের কুরিয়ার সার্ভিসে ইয়াবা পরিবহন কার জব্দ, আটক ২

প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে ফের কুরিয়ার সার্ভিসে ইয়াবা পরিবহন কার জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আবারও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ধরা পড়েছে ইয়াবার একটি চালান। এ ঘটনায় আটক করা হয় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে। সোমবার রাতে কাকরাইল এলাকায় র‌্যাব-১ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে ৯২০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটকরা হলেন- হুমায়ুন কবির ওরফে রোমান (৩৯) ও বিল্লাল হোসেন (৩৮)। এ বিষয়ে লে. কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরার একটি দল গোয়েন্দা সূত্রে ইয়াবা চালানের খবর পায়। ১৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি দল শান্তিনগর রোডের কাকরাইল সড়কে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তল্লাশি করে ৯২০০ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, নগদ ৫২ হাজার পাঁচশ টাকা ও চারটি মোবাইলফোনসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসে। পরে ইয়াবার চালানগুলো বিশেষ কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সরবরাহ করে। এ চক্রের অন্যতম সদস্য কক্সবাজার জেলার জনৈক মাদক ব্যবসায়ী। সে ইয়াবার চালান দেশে এনে হুমায়ুন কবির ও বিল্লালের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় চক্রের অন্য সদস্যদের কাছে পাইকারি বিক্রি করে। আটক হুমায়ুন জিজ্ঞাসাবাদে জানায়, সে জব্দ প্রাইভেটকারের মালিক। দীর্ঘদিন ধরে ভাড়ায় যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে মাদকের চালান রাজধানীর বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। এর আগে সে ৩০-৩৫টি মাদকের চালান হস্তান্তর করেছে। প্রতি চালানে পেত ৩৫ হাজার টাকা। আটক বিল্লাল জানায়, হুমায়ুনের মাধ্যমে সহযোগী হিসেবে সে মাদক কারবারে জড়িত হয়। তার সঙ্গে ৫-৬টি মাদকের চালান রাজধানীসহ আশপাশের জেলায় সরবরাহ করেছে। এজন্য সে চালানপ্রতি পেত ১৫ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×