ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

প্রকাশিত: ০৬:৫৫, ৭ ডিসেম্বর ২০১৯

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধ:নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৫ ডিসেম্বর বিএনপির উদ্যোগে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহীদ বুদ্ধিজীবী মাজারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা। আলোচনা সভা শেষে জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ ডিসেম্বর ভোরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে গমন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১৭ ডিসেম্বর বিজয় র‌্যালি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
×