ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানসহ মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানসহ মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাদকাসক্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিন বছরের মেয়ে বৃষ্টিকে কোলে নিয়ে মা টুনটুনি আক্তার (২৫) চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী রেলস্টেশন এলাকায়। তারা দারোয়ানী রেলস্টেশন সংলগ্ন ধনীপাড়া গ্রামের তারিকুল ইসলাম তারেক মিয়ার স্ত্রী ও সন্তান। সৈয়দপুর জিআরপি পুলিশ দুপুরে এসে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়। এ ঘটনার পর পালিয়ে গেছে তারেক মিয়া। গ্রামবাসী জানায়, ঘটনার আগের দিন রাতে কানের সোনার দুল বিক্রি করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা সৃষ্টি হলে তারেক বেধড়ক মারপিট করে স্ত্রী টুনটুনিকে। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে যখন আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি যাচ্ছিল। সে সময় টুনটুনি তার তিন বছরের মেয়েকে কোলে নিয়ে দারোয়ানী রেলস্টেশনের উত্তর সাইডে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর গৃহবধূ টুনটুনির বাবা জেলার সৈয়দপুর উপজেলার কয়া গোলাহাট পশ্চিমপাড়া মহল্লার বুদারু মাহমুদ ঘটনাস্থলে এসে অভিযোগ করে জানায়, তার মেয়ের ৫ বছর আগে বিয়ে দেন উক্ত গ্রামের হামিদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম তারেক মিয়ার সঙ্গে। তারেক ঝালমুড়ি, বাদাম বুট ফেরি করে বিক্রি করে। তাদের তিন বছরের একটি মাত্র মেয়ে।
×