ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিবাদীর হুমকিতে দুই মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় বিধবা

প্রকাশিত: ০৯:০৯, ১৯ জুন ২০১৯

নওগাঁয় বিবাদীর হুমকিতে দুই মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় বিধবা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুন ॥ নওগাঁর রাণীনগরে বিবাদীদের বিভিন্ন হুমকি-ধমকিতে দুই মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী বিধবা আফরোজা সুলতানা (৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার লোহাচুড়া গ্রামে। জানা গেছে, জমিজমা নিয়ে নিজের দেবরের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন বকুলের স্ত্রী আফরোজা সুলতানার। আফরোজার দেবর লোহাচুড়া গ্রামের মৃত আমজাদ হোসেন খন্দকারের ছেলে সুলতান আরফিন বুলু গত ১২ জুন আফরোজা ও তার মেয়েদের নামে থাকা ভিটা, বসতবাড়িসহ ২.৫০ শতাংশ জমি জোর করে দখল করতে আসে। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে বুলু ও তার লোকজন বিধবাকে মারপিট করতে লাগলে বিধবার চিৎকারে তার দুই মেয়ে এগিয়ে আসে। এ সময় তাদেরও মারপিট করা হয়। এর এক পর্যায়ে বুলুর হুকুমে তার লোকজন বিধবার বাক প্রতিবন্ধী মেয়ে কলিকে হত্যার উদ্দেশ্যে বিষ খাইয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে বুলুসহ তার লোকজন পালিয়ে যায় এবং কলিকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে কলি সুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে। কিন্তু বুলু তার লোকজনের বিভিন্ন হুমকি-ধমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বিধবা সুলতানা ও তার মেয়েরা। এমতাবস্থায় বিধবা আফরোজা বাদী হয়ে দেবর বুলুকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে গত ১৫ জুন রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। সুলতান আরফিন বুলুর মুঠোফোন বন্ধ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
×