ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে ফেসবুক লাইভ আড্ডা শুরু

প্রকাশিত: ১০:২৮, ১০ মে ২০১৯

 ইস্টার্ন ভার্সিটিতে ফেসবুক লাইভ আড্ডা শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন সেক্টরের তারকাদের অংশগ্রহণে ‘ফেসবুক লাইভ আড্ডা’ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির শিক্ষক লাউঞ্জে প্রতি মঙ্গলবার বেলা ১১টায় এই আড্ডার আসর বসবে। লাইভ আড্ডার প্রথম পর্বের অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক এবং নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী, একই ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিস এ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সালমান হায়দার এবং সংগীত শিল্পী অংকন। কথা-গান-ফান-এই তিনটি বিষয় হয়ে উঠেছিল ‘ফেসবুক লাইভ আড্ডা’র প্রাণ। অনুষ্ঠানে অতিথিরা গানের ফাঁকে ফাঁকে তরুণদের নানা সঙ্কট এবং সেই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন। সেই সঙ্গে প্রতিটি তরুণকে সম্ভাবনাময় করে তুলতে করণীয়গুলো খুঁজে বের করার তাগিদ দেন। -বিজ্ঞপ্তি।
×