ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী খুনের দায়ে ব্রিটেনে এক বাংলাদেশীর ২৬ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১৩:২২, ১৮ এপ্রিল ২০১৯

স্ত্রী খুনের দায়ে ব্রিটেনে এক বাংলাদেশীর ২৬ বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন ॥ ব্রিটেনের রাজধানী লন্ডনে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্রিটিশ বাংলাদেশীকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। পূর্ব লন্ডনের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী গৃহবধূ নাজিয়া বেগমকে (২৫) হত্যার দায়ে তার স্বামী বাংলাদেশী নাগরিক আনহার আলীকে (৩২) ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের ওল্ড বেইলিকোর্ট। আনহার ও নাজিয়া দুজনই সিলেটের আদি বাসিন্দা। দাম্পত্য যাপনের এক পর্যায়ে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করে নাজিয়া। এরপর তারা আলাদা থাকতে শুরু করে। পূর্ব লন্ডনে নাজিয়া দুই সন্তান নিয়ে যে পৃথক বাড়িতে থাকত ২০১৮ সালের ২২ অক্টোবর সেখানে দুটি ছুড়ি নিয়ে কয়েক ঘণ্টা ধরে লুকিয়ে ছিল আনহার। দুই সন্তান ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নাজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। আদালতের নথি থেকে জানা গেছে, একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে স্ত্রী নাজিয়ার পাশ্চাত্য জীবনধারা মানতে পারেনি আনহার। ২০১৮ সালের এপ্রিলে স্ত্রীর নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। আদালতকে জানায়, এ কারণেই নাজিয়াকে খুন করেছে। বিচারক ওয়েন্ডি জোসেফ তার বিরুদ্ধে ২৬ বছরের সাজা ঘোষণা করতে গিয়ে বলেন, আসলে আনহার কোনভাবেই মেনে নিতে পারেনি নাজিয়া তাকে ছেড়ে যাবে, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে এবং নিজের মতো জীবন-যাপন করবে।
×