ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আনসার সদস্যের ভাতা থেকে ভ্যাট কাটায় ক্ষোভ

প্রকাশিত: ০৪:০৪, ৩ জানুয়ারি ২০১৯

আনসার সদস্যের ভাতা থেকে ভ্যাট কাটায় ক্ষোভ

নিজস্ব সংবাদাদাতা, সান্তাহার, ২ জানুয়ারি ॥ রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন এলাকায় দায়িত্ব পালন করা আনসার ও ভিডিপি সদস্যদের দেয়া শুকনো খাবার ও যাতায়াত ভাতা থেকে ভ্যাট কেটে নেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি কেন্দ্রে আটজন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা পুলিশ (ভিডিপি) সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োগ করা হয়। প্রতি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কমান্ডার ও সহ-কমান্ডারের অধীনে নির্বাচনের আগে ও পরে মোট ৬ দিন দায়িত্ব পালন করে। প্রতিজন আনসার ও ভিডিপি সদস্যদের দৈনিক মূল ভাতা ৪৭৫ টাকা ও অতিরিক্ত দৈনিক ভাতা ২৩৭ টাকা ৫০ পয়সা। এছাড়া শুকনো খাবার বিল ২৫০ টাকা ও যাতায়াত ভাতা ১০০ টাকা। আর কমান্ডার ও সহ-কমান্ডারদের দৈনিক মূল ভাতা ৫২৬ টাকা এবং অতিরিক্ত দৈনিক ভাতা দেয়া হয় ২৬২ টাকা ৫০ পয়সা। আনসার সদস্যদের সঙ্গে আলাপে সরকার প্রদত্ত ভাতা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শুকনো খাবার ও যাতায়াত ভাতা থেকে ৫ এবং ১৫ ভাগ ভ্যাট কেটে নেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। জানা যায়, শুধু বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় এলাকা নয়, সারাদেশেই আনসার ও ভিডিপি সদস্যদের খাবার এবং যাতায়াত ভাতা থেকে ভ্যাট কেটে নেয়া হয়েছে।
×