ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খোকার ছেলে ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৬:২৭, ৩০ নভেম্বর ২০১৮

খোকার ছেলে ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে জামিন দেননি হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক (নিম্ন) আদালতে তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে টেলিভিশন টকশোতে নারী সাংবাদিককে কটূক্তি করার মানহানির মামলায় গ্রেফতারকৃত ব্যারিস্টার মইনুল হোসেনকে বোর্ড গঠন করে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মোঃ খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন। এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে-মেয়ের জামিন মঞ্জুর না করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতেও বলেছেন আদালত। মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ ॥ টেলিভিশন টকশোতে নারী সাংবাদিককে কটূক্তি করার মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে বোর্ড গঠন করে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত। একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এই আদালতে দাখিল করতে বলা হয়েছে। মইনুল হোসেনের চিকিৎসা চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×