ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্বাচন দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ নভেম্বর ২০১৮

নির্বাচন দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না ॥ তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ নবেম্বর ॥ সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কোন দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না। তিনি আরও বলেন, কোন জঙ্গীগোষ্ঠী, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজরা, সাম্প্রদায়িক কোন শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল নির্বাচন হতে পারে না। তিনি বলেন, ৫ বছর পর পর নির্বাচন হয় নতুন সরকার গঠনের জন্য। সংবিধান সম্মত উপায়েই নির্বাচন কমিশন করছেন বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।
×