ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৭, ২০ আগস্ট ২০১৮

 বজ্রপাতে বৃদ্ধাসহ তিনজনের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ও সাতক্ষীরা ॥ বাগেরহাটের শরণখোলায় রবিবার সকালে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এরা হলেন, ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের সফিজদ্দিন গাজীর ছেলে কালাম গাজী (৫৫) এবং পূর্ব রাজাপুর (খেজুরবাড়িয়া) গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে আমিনুল খান (৪০)। এ সময় উত্তর রাজাপুর গ্রামের কবির গাজী নামে অপর এক কৃষক আহত হন। মাঠে আমন ধানের চারা রোপণের সময় হতাহতের এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউনিয়নের পশ্চিম ধানসাগর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তখন দু’জনের মৃত্যু হয় এবং একজন আহত হন। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন এবং আহতকে হাসপাতালে আনেন। শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরায় বজ্রপাতে আদিবাসী সুভাষী মুন্ডা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় প্রসেনজিত মুন্ডা (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দুপুরে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্যঘেরে কাজ করছিল সুভাষী ও প্রসেনজিত মুন্ডা। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুন্ডার মৃত্যু হয় এবং প্রসেনজিত আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী আহত প্রসেনজিতকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×