ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উন্নয়নের চিত্র তৃণমূল নারীদের কাছে পৌঁছে দিতে হবে ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৭:০১, ২৯ জুলাই ২০১৮

উন্নয়নের চিত্র তৃণমূল নারীদের কাছে পৌঁছে দিতে হবে ॥ পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জুলাই ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, দেশের মোট ভোটারের অর্ধেকই হচ্ছে নারী। এই নারী ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকারের উন্নয়নের চিত্র সঠিকভাবে তৃণমূলের নারীদের কাছে তুলে ধরতে হবে। সরকারের বিজয় সুনিশ্চিত করতে নারী ভোটারদের বিকল্প নেই। নারীদের জন্য সরকারের গৃহীত সব পদক্ষেপ তাদের সমানে তুলে ধরতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শনিবার দুপুরে মান্দার প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ যুব মহিলালীগ মান্দা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। বাংলাদেশ যুব মহিলালীগ মান্দা উপজেলা শাখার সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী, নির্বাহী সদস্য কামরুন্নাহার লিপি, সদস্য উছমিন আরা বেলী, নওগাঁ জেলা কমিটির সভাপতি নাফিসা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দফতর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ।
×