ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৫৭ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৭, ৮ জুলাই ২০১৮

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৫৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর উত্তরায় ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে কাভার্ড ভ্যানসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ শহিদ (২৮), হাসান মৃধা (২৯), আলমগীর হোসেন (২৮) ও পিয়াস মোল্লা (২৩)। শুক্রবার গভীর রাতে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার জেলা হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজধানীতে বিক্রির জন্য এসেছিলেন। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৪৯টি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। ফটিকছড়িতে বিপুল অস্ত্রসহ ৪ জন গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৭ জুলাই ॥ চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ফটিকছড়ি পৌর এলাকার ৬ নং ওয়ার্ড দক্ষিণ ধুরুং আলকি বাপের বাড়ি থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুহাম্মদ শফির স্ত্রী মনোয়ারা বেগম (৫২), আমান উল্লাহর স্ত্রী রেণু আকতার (৩৮), মুহাম্মদ শফির মেয়ে সাকি আকতার (১৯) ও মুহাম্মদ এমদাদকে (৩০) গ্রেফতার করে। এ সময় তাদের বসতঘর থেকে ২টি দেশীয় এলজি, ২টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ১৩টি কার্তুজ, ৬টি পিস্তলের গুলি, ৬টি মোবাইল সেট ও ধারালো অস্ত্র উদ্ধার করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকের হোসাইন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
×