ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নির্বিঘেœ ভোটের পরিবেশ নিশ্চিত করবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৮, ২০ মে ২০১৮

সরকার নির্বিঘেœ ভোটের পরিবেশ নিশ্চিত করবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভোটার যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন- সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। সরকার এমন কোন শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না, যাতে মানুষ কষ্ট পায় কিংবা অশান্তিতে থাকে। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দুই দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত প্রায় ১০ বছর ধরে দেশ চালাচ্ছে। এই সময় সরকার সব ধর্মের মানুষ যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারেন- সেই চেষ্টাই করে যাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রীও আমাদের সেই রকম দিক নির্দেশনা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বিশ্বাস করেন তা বাস্তবায়ন করেন। কোন সাম্প্রদায়িক হয়রানির কথা শোনামাত্রই সরকার ব্যবস্থা নিয়েছে। এ ধরনের কোন শক্তিকে সরকার মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি, আগামীতেও দেবে না। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রীস্টান কিংবা কে বৌদ্ধ তার কোন বিচার ছিল না। সব ধর্মের মানুষের, আমাদের সবার রক্তে ভেজা দেশ বাংলাদেশ। এখানে সবার সমান অধিকার। পূজা উদ্যাপন পরিষদের সামাজিক কর্মকা-ের উদ্যোগের প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এই সংগঠন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। আসলে রোহিঙ্গা সমস্যা এদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। মাদক নির্মূলে সরকারী কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের ধরতে গিয়ে বন্দুকযুদ্ধ হয়ে যাচ্ছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে সেটারও তদন্ত হয় এবং হচ্ছে। যে কোন হত্যাকা- কিংবা অপরাধ ঘটলে তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। মহাখালীতে পুলিশের হাতে এক সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইনের উর্ধে নন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। যে ঘটনাই ঘটুক, তার সঙ্গে প্রশাসন, পুলিশ কিংবা কোন রাজনৈতিক ব্যক্তিও জড়িত থাকেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং হবে। একজন এমপিকেও কোন ছাড় দেয়া হয়নি। কাজেই অপরাধী যেই হোন, কোন ছাড় পাবেন না। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল। বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, নির্মল কুমার চ্যাটার্জী, নির্মল রঞ্জন গুহ প্রমুখ। সারাদেশ থেকে আসা পূজা উদ্যাপন পরিষদের ৭২টি কমিটির নেতারাও এ সময় বক্তৃতা করেন।
×