ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:১২, ৩০ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায়  বন্দুকযুদ্ধে  ডাকাত   নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নবাব বাহিনী প্রধান নবাব আলি (৩৮) নিহত হয়েছে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক এবং দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার শেষরাতে সাতক্ষীরা শহর থেকে ছয় কিলোমিটার দূরে সদর উপজেলার আবাদেরহাটে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, কমপক্ষে ১৫ টি হত্যা, ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলার পলাতক আসামি সদর উপজেলার বকচরা গ্রামের মজিদ মোল্লার ছেলে নবাব আলিকে শনিবার পাটকেলঘাটা থানা পুলিশ মিঠাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে সাতক্ষীরার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয় সদর উপজেলার আবাদের হাটে। সেখানে জনৈক হালিমা খাতুনের পরিত্যক্ত বাগানবাড়ির সামনে তার বাহিনীর লোকজন তাকে ছিনিয়ে নেয়ার লক্ষ্যে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা শটগানের ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় নবাব আলি দুইপক্ষের মধ্যে পড়ে ক্রসফায়ারে আহত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×