ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরিজ বোমা হামলা

খাগড়াছড়িতে ১৫ জেএমবি জঙ্গীর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

প্রকাশিত: ০৬:২২, ২৪ এপ্রিল ২০১৮

খাগড়াছড়িতে ১৫ জেএমবি জঙ্গীর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলা ঘটনায় ১৫ জেএমবি জঙ্গীর বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- দিয়েছে খাগড়াছড়ির বিশেষ আদালত। সোমবার বিকেলে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ সালের ৩/৪/৬ ধারায় বিচারক রতœশ^র ভট্টাচার্য্য এ রায় দেন। আদালত আবুল কালাম আজাদ নামে এক আসামিকে খালাস দিয়েছে। এ মামলায় বেলাল হোসেন নামে এক আসামি পলাতক রয়েছে। আদালত মোঃ আরিফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ করিম আলী, মোঃ ইসমাইল হোসেন জমাদ্দার, মোঃ মঞ্জু মিয়া, রুহুল আমিন সুফীকে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩ ধারায় দোষী করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ে দ-িত করে এবং একই আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদ- দেয়। মামলার অপর আসামি এরশাদ ওরফে সাকিব খান, মোঃ বেলাল মিয়া, মোঃ হাফেজ মোঃ হাসান আল মাহমুদ, মোঃ আসাদুজ্জামান, মোঃ এমদাদুল হক, মোঃ ফারুক হোসেন, মোঃ এনায়েত উল্লাহ, আবুজর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- এবং বিশ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়। আদালত মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। আদালত উভয় ধারার সাজা একত্রে চলবে বলে আদেশ দেয়। প্রসঙ্গত, ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ন্যায় খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণসহ ৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডার আরিফুল ইসলাম ওরফে নাসিরকে আটক করা হলে বেরিয়ে আসে সারা দেশে সিরিজ বোমা হামলার চাঞ্চল্যকর তথ্য। একে একে ধরা পড়ে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ নেতারা।
×