ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় চট্টগ্রাম বন্দর অর্থ কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪২, ১৭ এপ্রিল ২০১৮

দুর্নীতি মামলায় চট্টগ্রাম বন্দর অর্থ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম সোমবার দুপুরে এ কর্মকর্তাকে বন্দর ভবন থেকে আটক করেন। দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ২০১৩ সালে চট্টগ্রাম বন্দর থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। মামলায় এভিয়ার এবং কার্গো চার্জার ক্রয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আইনী প্রক্রিয়ায় ওই দুই মামলায় আটক করা হয়েছে বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের এই কর্মকর্তাকে।
×