ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নোবেল জয়ী তিন নারী ঢাকায়

প্রকাশিত: ০১:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নোবেল জয়ী তিন নারী ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শান্তিতে নোবেল জয়ী তিন নারী শনিবার ছয় দিনের সফরে বাংলাদেশে এসেছেন। নোবেল জয়ী এই তিন নারী হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। আগামীকাল রবিবার তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। ঢাকার বেসরকারী নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। আগামী পহেলা মার্চ পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে আগামীকাল রবিবার কক্সবাজারে যাবেন ওই তিনজন। তারা নিজের চোখে রোহিঙ্গাদের দুর্দশা দেখবেন। বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে জানবেন। এছাড়া তারা সরকারি কর্মকর্তা, মানবাধিকার সংস্থা, কানাডিয়ান এবং অন্য দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তারা একটি পাবলিক ইভেন্টে বক্তব্য রাখবেন। গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর হামলা শুরু হলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই হামলায় সাত হাজারের মতো রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
×