ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যায়  আওয়ামী লীগ নেতা  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ ফেব্রুয়ারি ॥ দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে ঢাকা থেকে মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করে রবিবার দুপুরে লোহাগড়ায় নিয়ে আসা হয়। এর আগে ওইদিন রাত পৌনে ১২টার দিকে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন নিহত পলাশের বড় ভাই সাইফুর রহমান হিলু। এ মামলার অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগ নেতা শেখ মাসুদজ্জামান মাসুদ, দিঘলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম, দিঘলিয়া ইউনিয়ন আ’ লীগের সভাপতি স ম ওহিদুর রহমান, মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহ, সোহেল খান, শেখ বনিরুল ইসলাম বনি, শেখ পনিরুল ইসলাম কটো, হেদায়েত আলী হোসেনসহ ১৫ জন। মামলার ২নং আসামি শরীফ মনিরুজ্জামানের ভাই বাকিবিল্লাহ আগেই আদালতের নির্দেশে জেল হাজতে রয়েছেন। জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহ্ন ছিল।
×