ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চার দিনের সফরে সৌদি আরবে নৌবাহিনী প্রধান

প্রকাশিত: ০৬:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

চার দিনের সফরে সৌদি আরবে নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বুধবার চার দিনের সরকারী সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়। খবর বাসস’র। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে নৌ প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস এ্যাডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ সময় নৌপ্রধান তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তাছাড়া তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন। বাংলা অলিম্পিয়াডে ইংরেজী মাধ্যমের ৬০ স্কুল স্পোর্টস রিপোর্টার ॥ গত সাত বছর ধরেই টার্কিস হোপ স্কুলে অনুষ্ঠিত হচ্ছে বাংলা অলিম্পিয়ার্ড। এবারও তার ব্যতিক্রম নয়। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বাংলা অলিম্পিয়াড। ২২ ফেব্রুয়ারি তার গালা ইভেন্ট। গত বছর এই আয়োজনে অংশ নিয়েছিল ৫৮টি ইংলিশ মিডিয়াম স্কুল। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল ১৮০০। এবার ইংলিশ মিডিয়ামের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৬০। বাংলা অলিম্পিয়াড প্রতিযোগিতার ক্যাটাগরি হলো- নৃত্য, গান, রচনা, ছবি আঁকা এবং উপস্থিত বক্তব্য। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
×