ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাজারের খাদেম হত্যা

রংপুরে ১৩ জেএমবি জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৬:০৬, ২৪ জানুয়ারি ২০১৮

রংপুরে ১৩ জেএমবি জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ জানুয়ারি ॥ কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় ১৩ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনালে তারা সকলেই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে কঠোর পুলিশি নিরাপত্তায় জঙ্গীদের আদালতে নিয়ে আসা হয়। এই মামলায় পুলিশ তদন্ত শেষে ১৩ জঙ্গীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ সময় ১১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, সরওয়ার হোসেন, সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন, বিজয় ওরফে আলী ওরফে দর্জি এবং বাবুল আখতার। আর পলাতক রয়েছে নজিবুল ইসলাম ও চান্দু মিয়া। সরকার পক্ষের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, চাঞ্চল্যকর এই মামলায় ১১ জঙ্গী ধরা পড়েছে। তারা কারাগারে আটক আছে। এছাড়া দুই আসামি পলাতক রয়েছে। রাজধানীতে মাদক বিক্রির দায়ে ৫ জনের কারাদ- স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তান, চানখারপুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের কাছে মাদক বিক্রির দায়ে ৫ জনকে কারাদ- প্রদান করা হয়েছে। রমনা থানার পরিদর্শক কামরুল ইসলামের সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা মঙ্গলবার এই রায়ে সাজা প্রদান করেন। দ-িতরা হচ্ছেন- শাহজালাল, মনির হাসান, আমজাদ, রবিউল আল আমিন ও মাসুম। তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদ- দেয়া হয়। দ-িতরা বুয়েট, ঢাকা মেডিক্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, রমনা ও সেগুনবাগিচা এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাজা ও হেরোইনের মতো মাদক বিক্রি করে আসছিল।
×