ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাঘায় উৎসব মুখর পরিবেশে ভোট

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ ডিসেম্বর ২০১৭

বাঘায় উৎসব মুখর পরিবেশে ভোট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমানা সংক্রান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ একযুগ পর অবশেষে রাজশাহীর বাঘা পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন পৌরবাসী। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ঘন কুয়াশার কারণে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল নামে ভোটারদের। সকালের দিকে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। এ নির্বাচনে এবার দুটি রাজনৈতিক দল থেকে দলীয় প্রতীক নিয়ে লড়েন দুই মেয়র প্রার্থী। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের জন্য সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তাই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। তবে শেষ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পৌর এলাকার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নারীদের সংখ্যাই বেশি দেখা যায়। দুপুরের পর ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের ভিড় বাড়ে।
×