ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ খুলনার যুবলীগ নেতার

প্রকাশিত: ০৪:০১, ২৬ ডিসেম্বর ২০১৭

সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ খুলনার যুবলীগ নেতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে মারপিট ও ছুরিকাঘাত করে পানগুছি নদীতে ফেলে দেয়া খুলনা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সবুজের (৩২) তিন দিনেও সন্ধান মেলেনি। তার সন্ধানে সোমবার সকাল থেকে আবারও পানগুছি নদীতে টহল শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও তার স্বজনেরা। শনিবার দুপুরে সবুজ ও তার বন্ধু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র সার্ভেয়র সামছুল আরেফিন রনি (৩৪) কে মারপিট ও ছুরিকাঘাত করে মোরেলগঞ্জের পানগুছি নদীতে ফেলে দেয় একদল যুবক। এদিকে এই ঘটনায় রবিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন আহত অবস্থায় উদ্ধার হওয়া রনির মামা মল্লিক আবিদ হোসেন কবির। ঘটনার দিন সার্ভেয়ার রনি ও সবুজ হাসান নামে এক যুবকের নিমন্ত্রণে একটি ভবনের ডিজাইন করে দেয়ার জন্য মোরেলগঞ্জের সোলমবাড়িয়া ফেরিঘাট থেকে একটি রিজার্ভ ট্রলারে সন্ন্যাসী যাচ্ছিলেন! মাঝ নদীতে ট্রলারে থাকা সাত যুবক রনি ও সবুজকে আকস্মিকভাবে মারপিট ও ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেয়। গোপালগঞ্জে সহকারী পুলিশ সুপারের বাসভবনে গুলি নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৫ ডিসেম্বর ॥ মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপারের বাসভবনে গুলি করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে থেকে ছোড়া একটি গুলি বাসভবনের জানালার গ্লাস ভেঙ্গে ভিতরের দেয়ালে লেগে ড্রইংরুমের টেলিভিশনে গিয়ে বিদ্ধ হয়। এ ঘটনায় জেলার পুলিশ প্রশাসনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহম্মদ রায়হান জানান, ঘটনার সময় তিনি বাসভবনের বাইরে ছিলেন। স্থানীয় সেলিম মৃধার বাড়ির নিচতলায় ভাড়া করা ফ্ল্যাটে তার অফিস-কাম-বাসা। সেখানে তিনি তার পরিবার নিয়ে থাকেন। সন্ত্রাসীরা তার বাসভবনে গুলি করেই রাতের অন্ধকারে পালিয়ে যায়। গুলিটি একটি পিস্তলের গুলি। তিনি আরও জানান, গত সপ্তাহে পুলিশের হাতে পিস্তল সনেট গ্রেফতারের ঘটনার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।
×