ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে শপথ

প্রকাশিত: ০৬:৩৬, ১০ ডিসেম্বর ২০১৭

দুর্নীতি প্রতিরোধে শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শনিবার দেশজুড়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল মানববন্ধন, আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের আয়োজক ছিল জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি। এসব কর্মসূচীতে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো হবিগঞ্জ ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই- দুর্নীতির বিরুদ্ধে এক সঙ্গে’ এমন স্লোগান নিয়ে শনিবার হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে নিমতলায় শুরু হওয়া র‌্যালি, মানববন্ধন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহার নেতৃতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক এমপি এ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সহ-সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর জাহিদ পাভেল, বিজ্ঞ এডিএম মোঃ তারেক জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, দুপ্রক সদস্য কবি তাহমিনা বেগম গিনি, দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, মহসিন ও মোঃ এরশাদ মিয়া অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁও শনিবার ঠাকুরগাঁও জেলা সদরসহ প্রতিটি উপজেলায় র‌্যালি, মানববন্ধন ও অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন ও কবুতর উড়ানো হয়। এ সময় সেখানে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সরকারী কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিযা মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এতে অংশ নেন। নেত্রকোনা শনিবার জেলা সদরে মানববন্ধন, গণজমায়েত ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও গণজমায়েতের আয়োজন করে। এ ছাড়া উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংস্থার প্রধান কার্যালয় (মালনী) পর্যন্ত অনুষ্ঠিত হয় সাইকেল র‌্যালি। উভয় কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সাধারণ সম্পাদক আলী আমজাদ খান, ডাঃ এমএ হামিদ খান, অধ্যাপক মতীন্দ্র সরকার ও এসএম আব্দুল বাতেন প্রমুখ। পরে জেলা প্রশাসক উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। ফরিদপুর শনিবার ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দুদক, টিআইবি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে দুদক ফরিদপুরের উপপরিচালক ফজলুল হকের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, সচেতন নাগরিক কমিটির (সনাক) ফরিদপুরের সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান, টিআইবি’র এরিয়া ম্যানেজার মনিরুল হক, ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালিত হয়। লালমনিরহাট শনিবার জেলা প্রশাসনের আয়োজেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এস. এম রশিদুল হক, সিভিল সার্জন ডাঃ কাশেম আলী, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীক, দুর্নীতি দমন কমিশন রংপুর অঞ্চলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ। রাজশাহী জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদাভাবে পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী নগরীতে আয়োজন করা হয় মানববন্ধন ও আলোচনা সভা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজনে সহায়তা করে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজশাহী কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। এ কর্মসূচীতে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম। বরিশাল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা প্রশাসন, সনাক ও টিআইবির আয়োজনে মানববন্ধন, দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ, আলোচনা সভা ও শপথ গ্রহণ করা হয়েছে। বরিশাল দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শনী। পিরোজপুর দুর্নীতির বিরুদ্ধে এক সঙ্গে স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন পিরোজপুরের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৭ উদ্যাপিত হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। অন্যদের মধ্যে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, প্রফেসর শেখ সাইদুর রহমান, এ্যাডভোকেট এম এ মান্নান বক্তব্য রাখেন। মাগুরা শনিবার আলোচনা সভা, দুর্নীতি বিরোধী শপথ ও মানববন্ধনের মধ্যদিয়ে মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রফেসর আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম আর খান। শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয় । এরপর সরকারী কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । মুন্সীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদিখানে দুর্নীতিবিরোধী দিবস পালন কারা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার আলী আজগর এ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির মোহাম্মদ আজিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, শেখরনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রশুনীয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইকবার হোসেন, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী প্রমুখ। ঈশ্বরদী আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দুপুরে ঈশ্বরদী জিরো পয়েন্ট রেলগেটে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। ঈশ্বরদীর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)’র মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কু-ু, প্রভাষক ইসমাইল হোসেন ও মতিয়ার রহমান। নাটোর মানববন্ধন, বেলুন ও কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক শাহিনা খাতুন বেলুন ও কবুতর উড়িয়ে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন। এ সময় দুদক রাজশাহী বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাতসহ সরকারী কর্মকর্তা, সনাক জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, টিআইবির কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গাজীপুর গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) শনিবার পৃথকভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ফ্লাইয়ার, পোস্টার নিয়ে ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আনছার আলী ও পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য এ কর্মসূচীতে নেতৃত্ব দেন। এদিকে দিবসটি উপলক্ষে বারি’তে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন, কবুতর ও ফেস্টুন-বেলুন উড়ানো হয়। পরে ব্রি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. বীরেশ কুমার গোস¦ামীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার ও পরিচালক (গবেষণা) ড. লুৎফর রহমান। সাভার ‘দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না’- এ সেøাগানকে সামনে রেখে র‌্যালি, মানববন্ধন ও আলোাচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে মিলিত হয়। উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, টিআইবি ও সনাক এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আমিনবাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম সালাউদ্দিন মঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান প্রমুখ। নওগাঁ শনিবার নওগাঁয় মানববন্ধন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান সড়কে প্রায় ৩০ মিনিট ধরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। পরে শহীদ মিনার বেদিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম। নীলফামারী নীলফামারীতে মানববন্ধন হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলার দুপ্রক সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক। বক্তব্য দেন জেলা সুশীল সমাজের সভাপতি শেখ মশিউর রহমান, দুপ্রক সহ-সভাপতি শামসুন্নাহার শান্তি, দুপ্রক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, টিআইবি পরিচালিত সনাকের সহসভাপতি আকতারুল আলম রাজু প্রমুখ। গাইবান্ধা শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে পাবলিক লাইব্রেরি চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, দুদক রংপুর অঞ্চলের সহকারী পরিচালক আতিকুর রহমান, সনাক সভাপতি উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা আ’লীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু আব্দুল মান্নান সরকার, সাংবাদিক আফরোজা লুনা, প্রভাষক সেলিনা সুলতানা প্রমুখ। কুড়িগ্রাম ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি-সনাক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজমোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন অংশগ্রহণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সনাক সহ-সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সদর ইউএনও আমিন আল পারভেজ, দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মাদ সফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ লায়ন মোজাম্মেল হক ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, রিনা আক্তার, হাবিবুর রহমান হাবিব, আবু জাফর মোহাম্মদ ছালেহ প্রমুখ। আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইউটিএন্ডডিসি হল থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউনুস আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম ও ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা।
×