ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষার প্রসার প্রয়োজন’

প্রকাশিত: ০৬:০৬, ১০ ডিসেম্বর ২০১৭

‘টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষার প্রসার প্রয়োজন’

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ‘টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী ভূতাত্ত্বিক সম্মেলনের সমাপ্তি হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাবির ভূতত্ত্ব বিভাগ এই সম্মেলনের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, অধ্যাপক কামরুল হাসান প্রমুখ।
×