ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রংপুর সিটিতে ঝন্টু ফের আওয়ামী লীগ প্রার্থী ॥ ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৮:০৩, ১২ নভেম্বর ২০১৭

রংপুর সিটিতে ঝন্টু ফের আওয়ামী লীগ প্রার্থী ॥ ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেয়া হয়। বৈঠক সূত্র জানায়, সভায় মনোনয়ন প্রত্যাশীদের ছাড়াও রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রায় ৫০ নেতার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। পরে রংপুর জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশ ও দলের স্বার্থে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে বিজয়ী করার জন্য সবার কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ কিছু করলে বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। তাই দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ দেশ ও জনগণের যত উন্নয়ন করেছে তাতে সাধারণ মানুষ অনেক খুশি। এখন দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে, বিভেদ সৃষ্টি করা যাবে না। সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সফলতা অনেক। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে সেই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার সিদ্ধান্তও রয়েছে দলটির। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন। তাদের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল ছিলেন। ঝন্টুকে মনোনয়ন দেয়ার বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আগামী জাতীয় নির্বাচনের আগে জনমত যাচাইয়ের পদক্ষেপ হিসেবে এই সিটি কর্পোরেশন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ নবেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
×