ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

সাত জামায়াত কর্মী জেল হাজতে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নাশকতা মামলার পলাতক আসামি ৭ জামায়াতকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩) আয়েজ উদ্দীনের আদালতে নাশকতা মামলার পলাতক ৭ আসামি জামায়াত কর্মী আব্দুল মোমিন, শাহাদত হোসেন, সেকেন্দার আলী, তোফাজ্জল হোসেন, একরামুল হক, সুরত আলী ও বেলাল আহমেদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক তা নাকচ করে ৭ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ জানুয়ারি জামায়াত-শিবির নেতাকর্মীরা অসহযোগ আন্দোলনের নামে চিরিরবন্দর উপজেলার ভবেরবাজারে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণে অগ্নিসংযোগ করে হামলা ও লুটপাট করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক লুৎফর রহমান বাদী হয়ে ঘটনার পর চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন। সীতাকু-ে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ২৩ অক্টোম্বর ॥ সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬টি অস্ত্র ও গোলাবারুদসহ ৩০ মামলার আসামি মশিউর বাহিনীর প্রধান সন্ত্রাসী কাজী মশিউর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় তার সহযোগী আট মামলার আসামি সন্ত্রাসী রফিককেও গ্রেফতার করা হয়। সোমবার ভোরে এ অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি দল। মশিউর ছিন্নমূল এলাকার কাজী গোলাম হায়দারের ছেলে। র‌্যাব-৭ জানান, জঙ্গল ছলিমপুরের চারপাশ ঘেরাও করে অভিযান চালান। এ সময় সন্ত্রাসী মশিউর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। র‌্যাব সদস্যরা মশিউর ও তার সহযোগী রফিককে গ্রেফতার করেন। তবে বিষপানের কারণে গ্রেফতারের পর মশিউরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিএনজি চালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ অক্টোবর ॥ সাঘাটায় সিএনজির সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে ধারালো ক্ষুরে টানের আলম মিয়া নামে এক সিএনজির চালককে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সাঘাটা উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহিদ রঞ্জু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, নিহতের ভাই আব্দুল কাইয়ুম, সিপিবি নেতা যোগেশ্বর চন্দ্রও গত ১৮ অক্টোবর দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে ক্ষুরের ফ্যাসানোয় আলম মিয়া নিহত হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর সাঘাটা থানায় ৬ জনকে আসামি করে মামলা হলে একজনকে গ্রেফতার করে পুলিশ। পাচারকালে ৪০ হাজার টাকা উদ্ধার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ হাজার পিস দুই টাকার নোট উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ৪০ হাজার টাকা মূল্যের এই দুই টাকার নোট জব্দ করে বিজিবি। তবে টাকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সোমবার সকালে বিজিবি সদস্যরা বাস টার্মিনালে অভিযান চালায়। অভিযানে একটি বাসের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার মধ্য থেকে উদ্ধার করা হয় দুই টাকার ২০ হাজার পিস নোট। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সিরাজগঞ্জে মাদক বিক্রেতার কারাদন্ড স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার দুপুরে হামিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে দুই বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাইফুল এলাহী এ দন্ড‍াদেশ দেন।সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলাম উপজেলার জামতৈল গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সামাদ মন্ডলের ছেলে। হামিদুল দীর্ঘদিন ধরে কামারখন্দ উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। ২০১৬ সালের ১৬ জানুয়ারি উপজেলার জামতৈল কৃষি কলেজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ বিষয়ে কামারখন্দ থানার এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত এই রায় দেয়। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, এক মাদক বিক্রেতাকে দশ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মাদ্রক নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তারা শহরের মোল্লাপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ হাসান মোল্লা (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত হাসান মোল্লাকে দশ মাসের কারাদ- প্রদান করে। মাগুরায় দুটি ক্লিনিককে জরিমানা নিজস্ব সংবাদদাতা , মাগুরা , ২৩ অক্টোবর ॥ দুটি ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শারমিন ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করে। হ্যাপী ক্লিনিক নামে একটি ক্লিনিকে ২ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে দেন। দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাট দিয়ে পাচারের সময় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা এম ইদ্রিস আলী জানান, কোস্টগার্ডের মাওয়া অফিসের সদস্যরা সোমবার সকাল ৬টার দিকে শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি বাসের ছাদ থেকে এ কারেন্ট জাল জব্দ করে। এ জাল দক্ষিণবঙ্গে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জালের মালিক পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
×