ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আসছেন আজ

প্রকাশিত: ০৪:১৯, ১৫ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রবিবার দুদিনের সফরে ঢাকায় আসছেন। সকাল নয়টায় বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করবেন মালয়েশীয় উপ-প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাত করতে পারেন। সোমবার সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সফরকালে আহমদ জাহিদ রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলবেন। সোমবার দুপুরে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। ঢাকার আশাবাদ, এই সফরে নতুন কোন সহায়তার হাত বাড়িয়ে দেবে দেশটি। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আহমদ জাহিদ হামিদি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার বিষয়েও আলোচনা করবেন। রবিবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গেও তিনি বৈঠক করবেন। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি দেখার জন্য ঢাকায় এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এছাড়া ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল মারসুদিও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, সহিংসতার জেরে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সোয়া পাঁচ লাখ। রোহিঙ্গা স্রোত কোনমতেই থামছে না। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। কোন আন্তর্জাতিক প্রতিনিধিদল সেখানে কাজ করার সুযোগ না পাওয়ায় নতুন তথ্য জানা যাচ্ছে না।
×