ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রি’র নতুন মহাপরিচালক ড. শাহজাহান কবীর

প্রকাশিত: ০৪:২৬, ১ সেপ্টেম্বর ২০১৭

ব্রি’র নতুন মহাপরিচালক ড. শাহজাহান কবীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোঃ শাহজাহান কবীর বৃহস্পতিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)- এর মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের আগে তিনি এ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে অনার্সসহ বিএসসি, ১৯৮৮ সালে এমএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে জিও-স্ট্যাটিসটিক্যাল মডেলিং বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ৬২টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৬৬ সালে নেত্রকোনা জেলার দিগলা গ্রামে জন্মগ্রহণ করেন। গত দুই দশকের বেশি সময়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে ড. কবীর ফিলিপাইন্স, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, নেপাল, ভুটান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
×