ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মালিকের ফ্ল্যাট বেচে দিলেন ভাড়াটিয়া!

প্রকাশিত: ১৮:২৮, ২০ আগস্ট ২০১৭

মালিকের ফ্ল্যাট বেচে দিলেন ভাড়াটিয়া!

অনলাইন ডেস্ক ॥ ভারতের দক্ষিণ দিল্লির চার্টার্ড অ্যাকাউনটেন্ট সচিন জৈন। ২০১৫ সালের জুলাইয়ে ৩০০ বর্গগজের একটি ফ্ল্যাট কেনেন তিনি। এরপর নরেন্দ্র সিংহ নামের এক ব্যক্তির কাছে দু’বছরের চুক্তিতে সেটি ভাড়া দেন। প্রথম কয়েক মাস ঠিকঠাক চলছিল। কিন্তু ছ’মাস পর থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন নরেন্দ্র। কয়েক মাস ধরে ভাড়া না পাওয়ার এক পর্যায়ে আদালতের দ্বারস্থ হন সচিন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আদালত থেকে নরেন্দ্রকে নোটিশ পাঠানো হয়। ওই বছর অক্টোবরে আদালত তাকে দশ মাসের বকেয়া ভাড়া পরিশোধের নির্দেশ দেন। এরপর সব ভাড়া শোধ করে চুক্তি অনুযায়ী দু’বছর শেষ না হওয়া পর্যন্ত ওই ফ্ল্যাটে থাকতে দেওয়ার অনুরোধ করেন নরেন্দ্র। সচিন রাজিও হন তাতে। এরপর ঘটে আসল বিপত্তি। ভাড়াটিয়ার সঙ্গে চুক্তির দু'বছর শেষ হওয়ার পর এ মাসের শুরুর দিকে ফ্ল্যাটটি বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন সচিন। এরপর নরেন্দ্রর প্রতারণা সামনে আসে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে সুভাষ আরোরা নামের এক ব্যক্তি সচিনকে ফোন করে জানান, ওই ফ্ল্যাটটি তিনি এরই মধ্যে কিনে ফেলেছেন। কার কাছ থেকে কিনেছেন জানতে চাইলে তিনি নরেন্দ্রর নাম জানান। হতভম্ব সচনি ও সুভাষ খোঁজ নিয়ে দেখেন, জাল কাগজপত্র বানিয়ে এ কাজ করেছেন নরেন্দ্র। এরপর তার বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনা এখানেই শেষ নয়। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই ফ্ল্যাটেই থাকতেন নরেন্দ্র ও তার ভাই। এর পর ফ্ল্যাটটি বেচে দেন তিনি। পরে আবার সচিনের ভাড়াটে হয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। তবে বিপদে পড়েও দমে যাননি নরেন্দ্র। উল্টো সচিনকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অবশ্য ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেও পলাতক তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।
×