ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে হবিগঞ্জে কর্মসূচী পালন

প্রকাশিত: ০৫:০৫, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে হবিগঞ্জে কর্মসূচী পালন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ আগস্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মঙ্গলবার জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা, রক্তদান, চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, হাসপাতাল-কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাদ্য বিতরণ। জেলা প্রশাসক মনীষ চাকমার তত্ত্বাবধানে এসব কার্যক্রমে অংশ নেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব সফিউল আলম, এডিএম নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি রাজ চৌধুরী প্রমুখ। এদিকে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, জাতির জনকের শাহাদতবার্ষিকীতে এ ধরনের ব্যতিক্রমী ও উৎসাহমূলক কর্মসূচী হাতে নিয়ে সাধারণ মানুষকে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জাগ্রত করতে পেরে আমি খুশি। আগামীতে এই মহান নেতার যে কোন কর্মসূচীতে বড় ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান করা হবে।
×