ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক প্রতিযোগিতা কাল

প্রকাশিত: ০৫:০১, ২৭ জুলাই ২০১৭

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক প্রতিযোগিতা কাল

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ঢাকার বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ) শিল্পীদের সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জন্ম নিবন্ধন ভিত্তিতে বয়সের সার্টিফিকেট অনুযায়ী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৮ জুলাই, সকাল ১০টায় সুইড বাংলাদেশ, সুইড ভবন, ৪/এ, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নিয়ম-কানুনÑ উপরোল্লিখিত স্থান, তারিখ ও সময়ে প্রতিটি বিষয়ে বয়সভিত্তিক তিনটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটির অধিক বিষয়ে কেউ অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগীদের বয়সের প্রমাণপত্র (জন্ম নিবন্ধনপত্র, ভোটার পরিচয়পত্র প্রভৃতির সত্যায়িত কপি) সঙ্গে আনতে হবে। প্রতিযোগীদের নিজস্ব যন্ত্রানুষঙ্গ সঙ্গে আনতে হবে। অন্যথায়, প্রতিযোগিতাস্থলে প্রাপ্ত যন্ত্রাদি ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় প্রতিযোগিতা উপ-পরিষদ মনোনীত বিচারকরা প্রতিযোগিতা পরিচালনা ও বিচার করবেন। প্রতিযোগিতার প্রতিটি বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতার নির্ধারিত দিনে সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানস্থলে নাম নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি।
×