ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয়নুল গ্যালারিতে উজ্জ্বল ঘোষের চিত্রপ্রদর্শনী ‘বিশ্রাম’

প্রকাশিত: ০৫:১৪, ২৪ জুলাই ২০১৭

জয়নুল গ্যালারিতে উজ্জ্বল ঘোষের চিত্রপ্রদর্শনী ‘বিশ্রাম’

স্টাফ রিপোর্টার ॥ ব্যক্তির বিষণœতার নানা ভঙ্গিমা, কাঁটাতারের ওপর নিদ্রা, নারীর চুলে ফিতা বাঁধা, দোতারাবাদক, শহরের ঘিঞ্জি গলি, রবীন্দ্রনাথসহ জীবনের নানা অনুষঙ্গ ঠাঁই পেয়েছে ক্যানভাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে রবিবার থেকে শুরু হলো শিল্পী উজ্জ্বল ঘোষের চিত্রকর্ম প্রদর্শনী। বিশ্রাম শীর্ষক সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজক পুঁথিনিলয়। প্রয়াত উজ্জ্বল ঘোষ চারুকলার ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ মে তিনি অকালে মৃত্যুবরণ করেন। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক জামাল আহমেদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালমা বেগম এবং পুঁথিনিলয়ের প্রকাশক শ্যামল পাল। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একজন শিক্ষার্থীকে জীবনে চলার নিয়মনীতি, শৃঙ্খলাসহ সব প্রস্তুতির শিক্ষা দেয় বিশ্ববিদ্যালয়। প্রতিটি মানুষের মাঝেই অমিত সম্ভাবনা বিদ্যমান। আর সেই সম্ভাবনাটাকে জীবনের শুরুতেই শেষ করে দেয়া কিছুতেই মেনে নেয়া যায় না। জীবনের একটি সুযোগ বন্ধ হয়ে গেলে আরও দশটি সুযোগ খোলা থাকে। হতাশ হয়ে জীবন শেষ করে দেয়ার চিন্তা অবাস্তব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানব সভ্যতার উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা দেয়।’ ‘বিশ্রাম’ শীর্ষক এ প্রদর্শনীতে নানা মাধ্যমে আঁকা শিল্পীর ২৪টি ছবি ঠাঁই পেয়েছে। ২৯ জুলাই পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উš§ুক্ত থাকবে। সাধনার নৃত্য পরিবেশনা ‘নূপুর বেজে যায়’ ॥ উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা। দেশের সংস্কৃতিকে তুলে ধরতে নিরন্তন কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে দেশীয় নৃত্যশিল্পের বিকাশে রয়েছে তাদের বিশেষ ভূমিকা। সেই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় ‘নূপুর বেজে যায়’ শীর্ষক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে সাধনা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা মুদ্রার সঙ্গে অভিব্যক্তির প্রকাশে ছড়িয়ে দিল মুগ্ধতা। বৃষ্টি দিনের সন্ধ্যাটি হয়ে উঠল উপস্থিত দর্শকের দৃষ্টির জন্য দারুণ সুখকর। সাধনার এই মাসিক নৃত্যায়োজনে পরিবেশিত হয় ভরতনাট্যম ও লোকনৃত্য। প্রান্তিক দেব গোষ্ঠীর শিল্পী পরিবেশন করে ভরতনাট্যম। আর সজল নৃত্যগোষ্ঠীর শিল্পীরা একইসঙ্গে উপস্থাপন করে লোকনৃত্য ও ভরতনাট্যম। গৌরাঙ্গ আদিত্যের সহায়তায় দুই নাটকের প্রদর্শনী জটিল শারীরিক সমস্যায় ভুগছেন প্রখ্যাত যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্য। যাত্রাপালায় বিবেকের ভূমিকায় আবির্ভূত হওয়া এই শিল্পীর শরীরের বাম পাশ এখন পক্ষাঘাতগ্রস্ত। তার চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছে দেশের পাঁচটি নাট্যদল। শিল্পীর চিকিৎসা তহবিল গড়তে শিল্পকলা একাডেমির নাট্যশালার মিলনায়তনগুলোতে চলছে চার দিনের বিশেষ নাট্য প্রদর্শনী। রবিবার দ্বিতীয় দিনে বৃষ্টিস্নাত সন্ধ্যায় মঞ্চস্থ হয় দুইটি নাটক। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হয় প্রাচ্যনাট স্কুল অব এ্যাকটিং এ্যান্ড ডিজাইনের প্রযোজনা ‘টোকোলশ’। অন্যদিকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় লোকনাট্য দলের (বনানী) প্রযোজনা ‘কঞ্জুস’। রোনাল্ড সেগালের রচনায় প্রাচ্যনাটের টোকোলশ নাটকটির অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন অর্পিতা ঘোষ। নির্দেশনা দিয়েছেন বিলকিস জাহান জবা। ফরাসি নাট্যকার মলিয়ের’র বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে দেশের সর্বাধিক মঞ্চস্থ কঞ্জুস নাটকের রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। আজ সোমবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’ ও মঙ্গলবার পরীক্ষণ থিয়েটার হলে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ মঞ্চায়ন হবে।
×