ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দলে মিশ্র প্রতিক্রিয়া

চট্টগ্রাম নগর বিএনপির ২ শ’৭৫ সদস্যের ঢাউস কমিটি

প্রকাশিত: ০৫:৫৪, ১২ জুলাই ২০১৭

চট্টগ্রাম নগর বিএনপির ২ শ’৭৫ সদস্যের ঢাউস কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির ২৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু ঢাউস সাইজের এ কমিটি গঠনের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির তৃণমূলে এবং রাজনীতি অঙ্গনে। কারও কারও মতে, বিবদমান গ্রুপ এবং উপদলকে সন্তুষ্ট রাখতেই ঘোষণা করতে হয়েছে এত বিশাল কমিটি। আবার বড় সাইজের কমিটি করেও অনেকের স্থান হয়নি, সেজন্য ক্ষোভও রয়েছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মতিতে সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতেই অনুমোদিত এ কমিটির নামের তালিকা দলের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের কাছে। এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালের ৬ আগস্ট। এতে ডাঃ শাহাদাত হোসেনকে সভাপতি, আবু সুফিয়ানকে সহ-সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর দীর্ঘ এগার মাস পর ঘোষিত হল পূর্ণাঙ্গ কমিটি। বিএনপি সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৩০ জনকে। এ ছাড়া ১৩ জনকে যুগ্ম সম্পাদক, ৩ জনকে সাংগঠনিক সম্পাদক, ১৮ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৮ জনকে সহ সাংগঠনিক সম্পাদক, ১১ জনকে সম্মানিত সদস্য, ১০৮ জনকে সদস্য এবং ১৫ জনকে উপদেষ্টাম-লীর সদস্য করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ সদস্যের কমিটি হওয়ার কথা থাকলেও মহানগর বিএনপির কমিটি হয়েছে ২৭৫ সদস্যবিশিষ্ট। বাড়তি অন্তর্ভুক্ত হয়েছেন ১২৪ জন। বিশাল এ কমিটি গঠনের পর মিশ্র প্রতিক্রিয়া রাজনীতি অঙ্গনে। দলের অনেকেই বলছেন, এতজনকে দায়িত্ব দেয়া হলে প্রকৃতপক্ষে কেউ দায়িত্ব পালন করেন না। তবে দলে বিবদমান সকল পক্ষকে সন্তুষ্ট রাখতেই কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করতে হয়েছে। এদিকে এত বড় কমিটি হওয়ার পরও স্থান না হওয়ায় হতাশা রয়েছে তৃণমূলে অনেক নেতার মধ্যে।
×