ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লংগদুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৩, ৫ জুন ২০১৭

লংগদুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৪ জুন ॥ রাঙ্গামাটির লংগদুর বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ নামে একটি সংগঠন। রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তার এ মানববন্ধন করে। এর আগে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ির মাঠ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় মানববন্ধনে বান্দরবানের ১১টি আদিবাসী জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। জেলা মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংথুই খই চাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ম্রো স্টুডেন্ট ফোরামের সহসাংগঠনিক সম্পাদক অংম্রাং ম্রো, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহসভাপতি সুশীল ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা প্রমুখ। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পাহাড়ি আদিবাসীদের ওপর বর্বরোচিত হামলা, হত্যা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা। রবিবার সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচীতে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন মুন্ডা সভাপতিত্ব করেন। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, লংগদুতে আদিবাসীদের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। পরিষদের রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচী পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ কুমার মু-া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ।
×