ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রায় ঘোষণার সময় নারায়ণগঞ্জের আদালত পাড়ায় প্রচ- ভিড়

আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মে ২০১৭

আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামির ফাঁসি

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ আড়াইহাজারে আওয়ামী লীগের চার কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মামলায় ২৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার ১৯ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ মামলার আরও ৪ আসামি এখনও পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতপাড়ায় নিহতদের আত্মীয়-স্বজনসহ শত শত লোকজন ভিড় করে। রায় ঘোষণা উপলক্ষে আদালতপাড়ায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন- তৎকালীন আড়াইহাজার উপজেলার সদাসদি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রধান আসামি আবুল বাশার কাশু, জহির উদ্দিন মেম্বার, আবু কালাম, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আহাদ আলী, ইউনুছ আলী, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই ও খোকন। পলাতক আসামিরা হলেন- আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট জাসমিন আহম্মেদ বলেন, আদালত সাক্ষীদের জেরা ও জবানবন্দীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২৩ আসামিকে মৃত্যুদ- দেন। এটি যুগান্তকরী রায় বলে তিনি অভিহিত করেন। আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, আসামিপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপীল করবে। তাদের বিশ্বাস তারা উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং সেখানে তারা ন্যায় বিচার পাবেন ও অভিযোগ থেকে খালাস পাবেন। যেভাবে হত্যা করা চারজনকে ২০০২ সালের ১২ মার্চ সকাল সাড়ে ৮টায় তৎকালীন বিএনপি সরকারের আমলে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে আওয়ামী লীগ সমর্থক বাবেক ওরফে বারেক ও তার ফুফাত ভাই বাদল, ওমর ফারুক ও কবীরকে তৎকালীন আড়াইহাজার উপজেলার সদাসদি ইউনিয়নের সভাপতি আবুল বাশার কাশুর নেতৃত্বে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত বাবেক ওরফে বারেক বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করে। আদালতপাড়ায় জনতার ভিড় চার হত্যাকা-ের রায় শুনতে নিহতদের আত্মীয়-স্বজন, সমর্থক ও আড়াইহাজার থেকে এলাকাবাসী আদালতপাড়ায় এসে সকাল থেকে ভিড় করে। তারা এজলাসসহ আশপাশে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়াও রায় ঘোষণা উপলক্ষে আদালতপাড়ায় অন্যান্য দিনের চেয়ে বাড়তি নিরাপত্তা নিয়েছিল পুলিশ প্রশাসন। রায় দ্রুত কার্যকর করার দাবি নিহত বাবেক ওরফে বারেকের বড় ভাই আড়াইহাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের পরিবার আওয়ামী লীগ করার কারণে ২০০২ সালে বিএনপি দলীয় জোট সরকারের আমলে আমার ছোট ভাই বাবেকসহ ৪ জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আমার বাবা ২০০২ সালে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি শোকে মৃত্যুবরণ করেছেন বিচার দেখে যেতে পারেননি। দীর্ঘ ১৫ বছর পর আমরা এই মামলার বিচার পেয়ে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আদালত যে রায় দিয়েছে আমরা এই রায়ে সন্তুষ্ট। অবিলম্বে সকল আসামিকে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। ফাঁসির দ-প্রাপ্ত আসামি কাশুর আওয়ামী লীগে যোগদান ২০১৪ সালের ২১ অক্টোবর আড়াইহাজারের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-২) নজরুল ইসলাম বাবুকে সোনার কোট পিন পরিয়ে আওয়ামী লীগের চার কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আবুল বাশার কাশু আওয়ামী লীগে যোগদান করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
×