ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘৃণাত্মক পোস্ট সরাতে হবে ফেসবুককে

প্রকাশিত: ০৫:৫৮, ১০ মে ২০১৭

ঘৃণাত্মক পোস্ট সরাতে  হবে ফেসবুককে

অস্ট্রিয়ায় ঘৃণাত্মক বিবৃতি হিসেবে বিবেচিত পোস্টগুলো অবশ্যই সরাতে হবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। এই আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। সম্প্রতি অস্ট্রিয়ার রাজনৈতিক দল গ্রিন পার্টির এক নেতা ফেসবুকের একটি ভুয়া এ্যাকাউন্টের লক্ষ্যে পরিণত হওয়ার পর আদালতে এই মামলা করা হয়। আদালতের পক্ষ থেকে বলা হয়, শুধু অস্ট্রিয়াই নয়, বিশ্বব্যাপী দেয়া এমন পোস্টগুলো মুছে ফেলতে হবে। এ নিয়ে সোশ্যাল জায়ান্টটির পক্ষ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি। সামাজিক মাধ্যম প্লাটফর্মগুলোতে ‘অনলাইন ট্রলিং’ ঠেকাতে চেষ্টা চালানো প্রচারণাকর্মীদের জন্য এই রায়কে একটি জয় হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক আপীল আদালতের রায়ে বলা হয়, গ্রিন পার্টির নেতা ইভা গাউইশনিগের বিরুদ্ধে দেয়া পোস্টগুলো সরাতে হবে। সেখানে আরও বলা হয়, প্লাটফর্মটি শুধু অস্ট্রিয়াতেই পোস্টগুলো ব্লক করে, আর দেশটির বাইরের ব্যবহারকারীদের কাছ থেকে এগুলো সরানোর পদক্ষেপ যথেষ্ট নয়। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা ফেসবুকের জন্য সহজ বলেও মন্তব্য আদালতের। গ্রিন পার্টির এক আইনপ্রণেতা ডিয়েটার ব্রসজ বলেন, ঘৃণাত্মক পোস্টগুলো ঠেকাতে ফেসবুকের দায়িত্ব নেয়া উচিত। ঘৃণাত্মক পোস্টগুলো সরাতে ব্যর্থ হওয়া নিয়ে ফেসবুক, টুইটার আর গুগলের মতো ইন্টারনেট জায়ান্টগুলো বিভিন্ন দেশে চাপের মুখে আছে। সূত্র: বিবিসি
×