ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাড়ে ৫শ’ বিচারককে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়

প্রকাশিত: ০৮:৩৭, ৩০ মার্চ ২০১৭

সাড়ে ৫শ’ বিচারককে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ অধস্তন আদালতের ৫৪০ বিচারককে উন্নত প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। অধস্তন আদালত ব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প থেকে এ প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা ব্যয় নির্বাহ করা হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে আইন মন্ত্রণালয়ের পক্ষে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুর হক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর বার্নি গ্লোভার স্বাক্ষর করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার শেলি-অ্যানি ভিনসেন্ট, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×